WEST না WASTE BENGAL 

“বাঙালি middle class চিরকাল refined mediocrityকে কদর করে এসেছে। ঋত্বিকের ছবি তার সময়ে চলতাে না। চলেও নি। বাঙালি তাকে ঠিক। গলাধঃকরন করতে পারে নি। পারবেও না। কারণ, বাঙালি খুব namby-pamby ন্যাকা মার্কা জাত। এরা stupidity, refined mediocrity এসব জিনিস পছন্দ করে। এগুলােই করবে। এটা বাঙালির একটা mindset. যা কিছু, যেটাকে বলে normal, সেটাকে accept করাে। Out of the way একটা কিছু, সেই grammar টা, যে অন্য grammar এর কথা বলছে, সেটাকে accept করাে না।  এবং এই করে সে তার language কে emasculate করেছে। তার language এ যে জোরের জায়গা সেগুলােকে তাড়িয়েছে। তার language এ ত্রৈলােক্যোও নেই, মাইকেলও নেই। সে, করলে-খেলে-বললে, একটা রবীন্দ্রনাথ প্রবর্তিত অদ্ভুত জিনিস accept করেছে। Which goes by the name of atomit, which is not বাংলা। এই বাংলার কোনও জোর নেই।” মতবিরােধ থাকতেই পারে। থাকবেই। কিন্ত ঘুন ধরা, হতাশাগ্রস্ত, চিন্তার দৈনতায়, উলঙ্গ, যে বঙ্গসমাজকে প্রতিদিন চাক্ষুষ করা যায়, সব কিছু হারিয়েও, চিন্তায়, চেতনায়, জীবন চর্চায় অন্তত ‘সৎ’ বাঙালি, তার, সততার জোরের জায়গাটুকুও হারিয়েছে আজ, নিশ্চিত। 

অসৎ রাজনৈতিক মানুষগুলাের প্রতিদিন, প্রতিনিয়ত নির্লজ্জ উল্লম্ফনের যথার্থ সঙ্গতকারী, ‘ভিড়ে’ পরিনত সাধারণ বঙ্গসন্তানদের উচ্চনিনাদি হুঙ্কার, বারংবার চ্যাপলিনের সেই কালজয়ী উচ্চারণেই শীলমােহর বসায়। MAN AS AN INDIVIDUAL IS A GENIUS. BUT MEN IN THE MASS, FORM THE HEADLESS MONSTER. অন্ধকার কখনও ঝুপ করে নামলেও, সাধারণ ভাবে প্রয়ােজন, একটা দীর্ঘ প্রস্তুতির। ৩৪ বছরের দীর্ঘ বাম-শাসন কিংবা বিগত দশকের তৃণমূল। কার আমলে বাংলা কতটা উপকৃত বা ক্ষতিগ্রস্ত, তর্ক চলুক। কিন্ত আজীবন, মহিমান্বিত, গৌরবজ্জল অতীতের ঢেকুর তােলা বাঙালি, মগজের নিদারুণ অপুষ্টিতে, ভালাে-মন্দের ফারাকটুকুও আজ বিস্মৃত। একদা রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দের উন্নত, উন্মুক্ত চিন্তায় ঋদ্ধ বাঙালির এক বৃহদাংশ, বহু ঘাটের জল খেয়ে, অন্তিম পরিনতিতে, রােজগার-হীনতার সুদীর্ঘ যন্ত্রণার, সহজলভ্য খড়কুটো আশ্রয় খুঁজতে, ধর্ম আর রাজনীতির বিষাক্ত মিশেলে বুঁদ হয়ে আছে। WHAT BENGAL THINKS TODAY, INDIA THINKS TOMMORROW. G.K. Gokhle র এই উচ্চারণ, আজকের প্রেক্ষিতে অবিশ্বাস্য মনে হয়। নিন্দুকের মুখে ছাই দিয়ে, বাঙালির ঘুরে দাঁড়ানাের স্পর্ধা-কে জিইয়ে রেখেও, এই মুহূর্তে মনে হয়, WEST BENGAL যেন, আদতে, WASTE BENGAL. 

গৈরীক 

WEST TT WASTE BENGAL 

“Thetfor middle class foSpin refined 

mediocrity কে কদর করে এসেছে। | ঋত্বিকের ছবি তার সময়ে চলতাে না। 

চলেও নি। বাঙালি তাকে ঠিক। গলাধঃকরন করতে পারে নি। পারবেও না। কারণ, বাঙালি খুব namby-pamby ন্যাকা মার্কা জাত। এরা stupidity, refined mediocrity এসব জিনিস পছন্দ করে। এগুলােই করবে। এটা বাঙালির একটা mindset. যা কিছু, যেটাকে বলে normal, সেটাকে accept করাে। Out of the way একটা কিছু, সেই grammar টা, যে অন্য 

grammar এর কথা বলছে, সেটাকে accept করাে না। 

এবং এই করে সে তার language কে emusculate করেছে। তার language এ 

যে জোরের জায়গা সেগুলােকে তাড়িয়েছে। তার language এ ত্রৈলােক্যোও নেই, মাইকেলও নেই। সে, করলে-খেলে-বললে, একটা রবীন্দ্রনাথ প্রবর্তিত অদ্ভুত জিনিস accept করেছে। Which goes by the name of atomit, which is not বাংলা। এই বাংলার কোনও জোর নেই।” মতবিরােধ থাকতেই পারে। থাকবেই। কিন্ত ঘুন ধরা, হতাশাগ্রস্ত, চিন্তার দৈনতায়। 

উলঙ্গ, যে বঙ্গসমাজকে প্রতিদিন চাক্ষুষ করা যায়, সব কিছু হারিয়েও, চিন্তায়, চেতনায়, জীবন চর্চায় অন্তত ‘সৎ’ বাঙালি, তার, সততার জোরের জায়গাটুকুও 

হারিয়েছে আজ, নিশ্চিত। 

অসৎ রাজনৈতিক মানুষগুলাের প্রতিদিন, প্রতিনিয়ত নির্লজ্জ উল্লম্ফনের যথার্থ সঙ্গতকারী, ‘ভিড়ে’ পরিনত সাধারণ বঙ্গসন্তানদের উচ্চনিনাদি হুঙ্কার, বারংবার চ্যাপলিনের সেই কালজয়ী উচ্চারণেই শীলমােহর বসায়। MAN AS AN INDIVIDUAL IS A GENIUS. BUT MEN IN THE MASS, FORM THE HEADLESS MONSTER. অন্ধকার কখনও ঝুপ করে নামলেও, সাধারণ ভাবে প্রয়ােজন, একটা দীর্ঘ প্রস্তুতির। ৩৪ বছরের দীর্ঘ বাম-শাসন কিংবা বিগত দশকের তৃণমূল। কার আমলে বাংলা কতটা উপকৃত বা ক্ষতিগ্রস্ত, তর্ক চলুক। কিন্ত আজীবন, মহিমান্বিত, গৌরবজ্জল 

অতীতের ঢেকুর তােলা বাঙালি, মগজের নিদারুণ অপুষ্টিতে, ভালাে-মন্দের ফারাকটুকুও আজ বিস্মৃত। একদা রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দের উন্নত, উন্মুক্ত চিন্তায় ঋদ্ধ বাঙালির এক বৃহদাংশ, বহু ঘাটের জল খেয়ে, অন্তিম পরিনতিতে, রােজগার-হীনতার সুদীর্ঘ যন্ত্রণার, 

সহজলভ্য খড়কুটো আশ্রয় খুঁজতে, ধর্ম আর রাজনীতির বিষাক্ত মিশেলে কুঁদ হয়ে আছে। WHAT BENGAL THINKS TODAY, INDIA THINKS TOMMORROW. G.K. Gokhle র এই উচ্চারণ, আজকের প্রেক্ষিতে অবিশ্বাস্য মনে হয়। নিন্দুকের মুখে ছাই দিয়ে, বাঙালির ঘুরে দাঁড়ানাের স্পর্ধা-কে জিইয়ে রেখেও, এই মুহূর্তে মনে হয়, 

WEST BENGAL যেন, আদতে, WASTE BENGAL. 

গৈরীক 

image source: https://www.telegraphindia.com/west-bengal/ear-come-the-elections-hs-examination-over-microphones-begin-to-blare/cid/1264756